Call : 01576400104, 01576400105
Mail : dos.support@dream71.com
১. অভ্যন্তরীণ জাহাজের কর্মকর্তা/নাবিকদের যোগ্যতা সনদ পরীক্ষা গ্রহণ/পরিচালনা; ২০২২ সনে ৩৩৯১ জন ইনল্যান্ড মাস্টার এবং ৪৭৫৮ জন ইনল্যান্ড ড্রাইভার মোট ৮১৪৯ জনের পরীক্ষা গ্রহন করা হয়েছে; ২. অভ্যন্তরীণ নৌযানের সার্ভে ও রেজিষ্ট্রেশন করা; ২০২২ সনে মোট ৯৪১২টি ইনল্যান্ড নৌযান সার্ভে করা হয়েছে এবং ২২০৩টি অভ্যন্তরীণ নৌযান রেজিষ্ট্রি করা হয়েছ ৩. অভ্যন্তরীণ নৌযানের নকশা ও ডিজাইন অনুমোদন; ২০২২ সনে বিভিন্ন ধরণের (৫২৩টি ম্যানুয়াল এবং ১৫৯টি অনলাইন পদ্ধতিতে) ৬৮২টি জাহাজের নক্সা অনুমোদন দেয়া হয়েছে, যার মধ্যে ২২৯টি মালবাহী, ৪০টি তৈলবাহী, ১৪টি যাত্রীবাহী, টুরিস্ট জাহাজ ০৯টি, বালিবাহী ১২০টি, পণ্যবাহী ০৪টি, টাগবোট ১০টি এবং অন্যান্য ২৫৬ট ৪. আইন অমান্যকারীদের বিরুদ্ধে মেরিন কোর্ট-এ বিচার কার্য পরিচালনা; ২০২২ সনে মেরিন কোর্টে ২০৬৮টি মামলা দায়ের করা হয়; এই সময়ে পূর্বের দায়ের করা মামলা সহ মোট ৮৯৫টি মামলা নিষ্পত্তি করা হ ৫. বে-ক্রসিং অনুমতি প্রদান; ২০২২ সনে ১৮২৭টি বে-ক্রসিং অনুমতি প্রদান করা হয়; ৬. নৌ-দুর্ঘটনা তদন্ত করা; ২০২২ সনে ৩৬টি নৌ দূর্ঘটনার তদন্ত করা হয়েছে;
৭. ভ্রাম্যমান নৌ-আদালত পরিচালনা;
৮. ক্লাসিফিকেশন সোসাইটিসমূহের কার্যক্রম মনিটরিং করা;
৯. সকল ধরণের নাবিকদের চক্ষু পরীক্ষা গ্রহণ;
১০. অভ্যন্তরীণ শিপিং অধ্যাদেশের আওতায় চট্টগ্রাম অঞ্চলের অভ্যন্তরীণ জাহাজ সমূহ রেজিষ্ট্রি ও সার্ভেকরণ; ১১. অভ্যন্তরীণ নৌযান পরিদর্শন;
১২. আইন অমান্যকারী নৌযান/মালিক/মাষ্টার-দের বিরুদ্ধে মামলা প্রদান;
১৩. ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করা।